বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৩

বড়লেখায় নয়া দিগন্ত হেলথ কেয়ারের আহবায়ক কমিটি গঠন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

মৌলভীবাজারের বড়লেখায় আগর-আতর খ্যাত সুজানগর ইউনিয়নের বহির্বিশ্বে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে গঠিত নয়া দিগন্ত হেলথ কেয়ারের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে লন্ডন প্রবাসী মিছবাহ আহমদ কয়েছকে প্রধান আহবায়ক করা হয়েছে।

এ উপলক্ষে লন্ডন প্রবাসী মিছবাহ আহমদের সভাপতিত্বে সম্প্রতি এক ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সৌদি প্রবাসী আব্দুস শাকুরকে আহবায়ক ও কাতার প্রবাসী শামসুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে একজন আহবায়ক, দুই জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব ও সাত জন সদস্য রয়েছেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন দুই জন। তারা হলেন, কাতার প্রবাসী মো. রমুজ আলী ও লন্ডন প্রবাসী হাফিজ লিয়াকত। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কানাডা প্রবাসী মুজাহিদুল ইসলাম ফাহিম, কাতার প্রবাসী হাফিজ সুহেল আহমদ, ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলী, আমেরিকা প্রবাসী অলিদ আহমদ, দুবাই প্রবাসী আব্দুল ওয়াহিদ রায়হান, কুয়েত প্রবাসী ইব্রাহিম খলিল লায়েছ, কাতার প্রবাসী আব্দুল মুমিন ও স্থানীয় প্রতিনিধি মো. হেলাল উদ্দীন। 

নয়া দিগন্ত হেলথ কেয়ারের প্রধান আহবায়ক মিছবাহ আহমদ কয়েছ জানান, সুজানগর ইউনিয়নে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ও হেলথ কেয়ারের সংশ্লিষ্টদের গতিশীল করার লক্ষ্যে আমরা এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছি। তাছাড়া মহান আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।

এই বিভাগের আরো খবর