রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২১ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

বড়লেখায় খাদ্যসামগ্রী উপহার পেলো কন্যাদায়গ্রস্ত পরিবার

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা  গণমানুষের মাহনায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম্ন আয়ের পরিবহন শ্রমিকের মেয়ের বিয়েতে উপহার স্বরুপ ৩০ কেজি মাংস দিয়ে মানবিক সহায়তা প্রদান করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। 

সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের এক কন্যাদায়গ্রস্ত পরিবহন শ্রমিকের মেয়ের বিয়ের একদিন পুর্বে মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মাওলানা মাসুম আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, অলিউর রহমান পারভেজ, এমরান আহমদ ও ক্রীড়া সংগঠক কবির আহমদ প্রমুখ। 

এই বিভাগের আরো খবর