মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০২

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রণীত দারিদ্র হ্রাসকরণ কর্মসূচি পিআর এপি’র আওতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্তরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কূদদুস।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,  প্যানেল মেয়র-১ হোসনে আরা বেগম, কাউন্সিলর  মিজানুর রহমান আনসারী, কাউন্সিলর মো. শাকিল। এছাড়াও নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ,ি হসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, নগর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, পৌরসভা সকল শ্রেণির নাগরিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নাগরিক সুবিধা বৃদ্ধি ও শহরের সৌন্দর্য বর্ধনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প দেওয়া হচ্ছে। প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কূদদুস বলেন, এই শহরকে নান্দনিক করার জন্য বেশকিছু প্রজেক্ট সমাপ্তির পথে। আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দক্ষতার সাথে সবাই মিলে কাজ করছি। 

এই বিভাগের আরো খবর