সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৯

ব্যাংকিং সেক্টরে প্রথম ডকুমেন্ট পরীক্ষণ ব্যবস্থা উদ্ভোধন করল অগ্র

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

২০১৫ এর ২(৮) এবং বাংলাদেশ ব্যাংক এর বিআরপিডি সার্কুলার লেটার নং ০৪ ও ৩৫ (২০২১) এবং অনুযায়ী কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থার বার্ষিক বিক্রয়/টার্নওভার/আয় ৫.০০ (পাঁচ) কোটি টাকা বা মোট পরিসম্পদ ৩.০০ (তিন) কোটি টাকা বা শেয়ারহোল্ডারদের ইক্যুইটি ব্যতীত মোট দায় ১.০০ (এক) কোটি টাকা হলে ব্যাংকের ঋণ গ্রহীতাদের বাৎসরিকভাবে আইসিএবি এর তালিকাভূক্ত নিরীক্ষা ফার্ম দ্বারা নিরীক্ষা করার ব্যবস্থার শুভ উদ্ভোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও  মোহম্মদ শামস্-উল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি  মোঃ রফিকুল ইসলাম,  মোঃ হাবিবুর রহমান গাজী, মোঃ আনোয়ারুল ইসলাম ও  মোঃ মনিরুল ইসলাম সহ অন্যান্য নির্বাহীবৃন্দ।  ডিভিএস উদ্ভোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক এবং সিএফও জনাব মোঃ মনোয়ার হোসেন এফসিএ, এফসিএমএ। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে শারিরীকভাবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

একই সময়ে ভার্চুয়ালী অগ্রণী ব্যাংকের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এর সফল ব্যবহারের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানে ঋণের শৃঙ্খলা বজায় রাখা, ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাওয়া, সঠিক অডিট রিপোর্ট এর মাধ্যমে জালজালিয়াতি প্রতিরোধ করাসহ সর্বোপরি সরকারের রাজস্ব বৃদ্ধিতেও  সহায়ক ভুমিকা রাখবে বলে উদ্ভোধনী ভাষণে আশা ব্যক্ত করা হয়।  

এই বিভাগের আরো খবর