রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৭

বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেল  রূপসী বাংলা ট্রেন

নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪  

ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে  রুপসী বাংলা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি বেনাপোলে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে রুপসী বাংলা ট্রেনটি যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম এ উদ্বোধন ঘোষণা করেন।

 

এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা রুপসী বাংলা এক্সপ্রেস(৮২৮)ট্রেনটি আজ (মঙ্গলবার) দুপুর দুপুর ২ টা ১৫ মিনিটে বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। বিকাল সাড়ে ৪ টায় বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ৯২৭ জন যাত্রী নিয়ে প্রথমবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রুপসী বাংলা (৮২৭) ট্রেনটি। ট্রেনটি দিনে দুইবার ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে।

 

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান জানান, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি সাপ্তাহিক একদিনের বিরতি রেখে (সোমবার) নিয়মিত যাতায়াত করবে। এই রুট চালু হওয়ায় যাতায়াতের সময় কমেছে।

 

নতুন চালু করা এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যাবে। যা বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী-রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট লাগে।পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল নতুন রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যাবে।

 

যাত্রাপথে ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে।

 

ট্রেন দুটিতে ১২টি কোচে মোট ৭৬৮টি আসন থাকবে। ৭৬৮ আসনের ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে খুলনা পর্যন্ত শোভন চেয়ার ৪৪৫, স্নিগ্ধা ৭৪০, এসি সিট ৮৮৫ এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৩৩০ টাকা। এছাড়া সব শ্রেণির ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।

 

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, রুপসী বাংলা ট্রেনটি ঢাকা থেকে সকাল সাতটায় এবং বেনাপোল থেকে বিকাল চারটায় ছাড়ার দাবি জানাচ্ছি আমরা ব্যবসায়ী সংগঠন। এই সময়টা নির্ধারণ করলে বেনাপোলে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অফিস করে আবার বাড়ি ফিরতে পারবে।

 

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর