মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৯৭

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান

বিনোদন প্রতিবেদক 

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

বিয়ে করেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এ বিষয়টি তিনি নিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

বিয়ের খবর জানিয়ে ইমরান লেখেন, আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই আমাদের এ বিয়ের আয়োজন।  তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন।

ইমরান আরও লেখেন, ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে দেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।
ইমরান ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন। এরপর দুয়েকটি কনসার্টে অংশ নিতে শুরু করেন। তার বাবা চাননি ইমরান গানের ভুবনে আসুক। ইমরানের বাবা চেয়েছিলেন, ছেলে ব্যাংকার অথবা প্রকৌশলী হয়ে ক্যারিয়ার গড়ুক। তবে তার মা এবং বড় বোনের উৎসাহে সংগীত জগতে আসেন। পরে ইমরানের বাবা ছেলেকে সমর্থন করেন। এখন ইমরান দেশের খ্যাতিমান শিল্পী।

এই বিভাগের আরো খবর