মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৩

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে আজ

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪  

প্রতিবছরের ন্যায় বিশ্ব ইজতেমা ময়দানে আজ শনিবার বাদ আসর এক শ যুগলের বেশি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফিঃ। এই যৌতুকবিহীন বিয়ে ইজতেমার একটি বিশেষ অলংকার। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে কালের কণ্ঠকে এই সংবাদ নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান হাবিবুল্লাহ রায়হান।

জানা যায়, এক শ যুগলের বেশি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে।

এদিকে আজ শনিবার বাদ ফজর বয়ান করবেন মুম্বাইয়ে মাওলানা আব্দুর রহমান হাফিঃ। বাদ জোহর মাওলানা ইসমাইল হাফিঃ (গোধরা)। 

বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফিঃ। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হাফিঃ। রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

এই বিভাগের আরো খবর