সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৬

বিরামপুরে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন ২০২৩  

দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

সকাল ১০টায় পৌর শহরের ঢাকা মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিরামপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোজাহার আলী,  বিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ কবীর, জেলা আওয়ামীলীগের সদস্য রুহুল আমীন সরদার, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রানা প্রমূখ। 

এতে বিরামপুর পৌর এলাকা সহ উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

এই বিভাগের আরো খবর