রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৪

বিএনপি বিদ্যুৎ-গ্যাস বিল না দিলে লাইন কেটে গৃহবন্দি করা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩  

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপির অসহযোগ কর্মসূচির আহ্বান নির্বাচন বানচাল করার পরিকল্পিত ষড়যন্ত্র। তাদের নেতাকর্মীরা যদি অসহযোগের নামে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির বিল না দেয়, তাহলে এসবের লাইন কেটে দিয়ে তাদেরকে গৃহবন্দি করে রাখা হবে। 

রোববার (২৪ ডিসেম্বর) নগরের ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী নওফেল বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে সরকার পতন ঘটাতে চেয়ে এখন নিজেদের পতন নিশ্চিত করে ফেলেছে। এ দলটি ইতোমধ্যে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। এছাড়া জামায়াত নামক দলটি যুদ্ধাপরাধীদের একটা আস্তানা। এ ধরনের সন্ত্রাসী দলের আস্তানা গুড়িয়ে দিতে না পারলে বাঙালি জাতিসত্তার অস্তিত্ব নিরাপদ থাকবে না। 

তিনি আরও বলেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার অর্থই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এগিয়ে যাওয়া। কারণ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে। সুখ ও সমৃদ্ধি সুপ্রতিষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরো খবর