মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪২

বিএনপির সমসাময়িক আন্দোলন ডিমপাড়া হাঁসের হাঁক-ডাকের মতো

নিহাল খান

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

বাংলােদশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপির সমসাময়িক আন্দোলন-কর্মসূচি অনেকটা ডিমপাড়া হাঁসের হাঁক-ডাকের মতো।’ 

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী পৌঁছার পর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন।

তিনি বলেন,কয়েকদিন আগে বিএনপি যে অবস্থান কর্মসূচি পালন করল,সেখানে দেখা গেছে যত হাঁকডাক দিয়েছিল,হাঁস ডিম পাড়ার আগে যে হাঁকডাক দেয় সেটাই।১৬ তারিখের সমাবেশ বা মিছিল ওই হাঁসের ডিম পাড়ার আগে যে হাঁকডাক দেয়,এটা ছাড়া অন্য কিছু না।

বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষের এখন হাসি পায় উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর থেকেই বিএনপি কঠোর,কঠোরতর এবং বিভিন্ন সময় নানা ধরনের নাম দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে।একবার আন্দোলন করার পর বলে যে,শীতের পরে আন্দোলন হবে,গ্রীষ্মের পরে হবে,বর্ষার পরে হবে,বার্ষিক পরীক্ষার পরে হবে।এভাবে নানা টাইম তারা দিয়েছে বিভিন্ন সময়।গত ১৪ বছর ধরে তারা যে ঘোষণা দিয়েছে,আগামী ১৬ জানুয়ারির কর্মসূচি,তাদের সেটার ধারাবাহিকতা ছাড়া কিছু না।

জামায়াতে ইসলাম ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হচ্ছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক।আমাদের কৃষ্টি,সংস্কৃতি, ঐতিহ্যের প্রতীক।সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম করেছে আওয়ামী লীগ।দেশ বিনির্মাণের লক্ষ্যে অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার ভিত আরও মজবুত করার লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ।আপনারা যে প্রশ্ন করছেন তা অবান্তর।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন,সমগ্র পৃথিবীব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।সমগ্র পৃথিবীতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।কন্টিনেন্টাল ইউরোপে,অ্যামেরিকায় এবং ইউকেতে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সেখানে বিদ্যুতের রেশনিং করা হচ্ছে।বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।আমাদের দেশে কিন্তু ইউরোপ,কিংবা কন্টিনেন্টাল ইউরোপ বলেন, ইউকে বলেন এবং পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে,আমাদের দেশে সেইভাবে দাম বাড়ানো হয়নি।

'জনগণের যাতে অসুবিধা না হয়,ভর্তুকি দিয়ে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্যেই আমাদের সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।সেই ভর্তুকিটা কিছুটা কমানোর জন্য সামান্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। সেটিও অন্যান্য উন্নত দেশের তুলনায় কম।

পরে তথ্যমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় যোগ দেন।রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই প্রতিনিধি সভার আয়োজন করে।

এই বিভাগের আরো খবর