মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৮

বিএনপির নেতারা মুখ দেখাতে পারছে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৩  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। দলটির নেতাকর্মীরাও তাদের সঙ্গে নেই। তার প্রমাণ ১০ ডিসেম্বর ১০ লাখ মানুষের কথা বলে ৫০ হাজার মানুষের জমায়েত করতে পেরেছেন তারা। ফলে দলটির নেতারা এখন মুখ দেখাতে পারছেন না।

বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই দাবি করে হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির হাঁকডাক খালি কলসি বাজার মতো। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানাতে এসে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু ছিল অপ্রত্যাশিত। দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিশীলিত ছিলেন তিনি। তার লোভ-লালসা ছিল না। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ অনুসরণীয়।’

এছাড়াও সৈয়দ আশরাফুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি। 
তারা বলেন, সৈয়দ আশরাফ ছিলেন নির্লোভ, অনাড়ম্বর একজন মানুষ। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন তারা।

এই বিভাগের আরো খবর