বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৫

বানিয়াচং-হবিগঞ্জ সড়রকে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ১, আহত ৩

এস এম খোকন স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১  

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে প্রাইভেটকার খাদে পড়ে এক নারী নিহতসহ ৩জন আহত হয়েছেন। ১১ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ঘটিকায় বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের ব্রীজের নিকট এ দূর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীও এলাকাবাসী সূত্রে জানাযায় বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের মতি লাল দাস স্ব-পরিবারের প্রাইভেটকার যোগে মৌলভীবাজার থেকে গ্রামের বাড়িতে আসছিলেন। এসময় ব্রীজ থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খালে পড়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মতি লাল দাস (৬৫), তার স্ত্রী কামিনী দাস (৫৫), তার কন্যা কাকন দাস (২১),  ও বৃন্দা দাস (২৩) তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার কাকন দাসকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করি। এর মধ্যে ১জন মারা গেছেন।
 

এই বিভাগের আরো খবর