শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৭

বাগেরহাটে এক স্কুলে শিক্ষিকাসহ ১৪ ছাত্রী অসুস্থ, দুই দিন বন্ধ ঘোষ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২  

বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গত চার দিনে শিক্ষিকাসহ ১৪ ছাত্রী শ্বাসকষ্টে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় বিদ্যালয়টির ক্লাস দুই দিনের জন্য বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে মাধ্যমিক শিক্ষকদের নিয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, এটা ‘মাস সাইকোজেনিক ইলনেস’ মানসিক দুর্বলতা থেকে সাধারণত এই রোগ হয়।

বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রী জানান, ক্লাস চলাকালীন সময় গত সোমবার প্রথমে একজন ছাত্রী মাথা ঘুরে পড়ে যায়। এরপর তার শ্বাসকষ্ট হতে থাকে। পরে পর্যায়ক্রমে আরো ৯ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে যায়। তাদেরকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় রাস্তায় আরো দুজন নারী শিক্ষক অসুস্থ হন। সবাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার এক পর্যায়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

তিনি আরো জানান, গত মঙ্গলবার ও বুধবার একইভাবে আরো পাঁচজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসার পর সুস্থ হন। এ ঘটনা ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। এক পর্যায়ে আজ বৃহস্পতিবার ও আগামী রবিবার দুই দিনের জন্য বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান বলেন, এতে ভয়ের কিছু নেই। বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। 

এই বিভাগের আরো খবর