বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪১১

বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। ইন্দোরে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

টি-টুয়েন্টিতে প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। লংগার ভার্সনে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে লাল-সবুজরা।

এছাড়া, সাকিবের নিষেধাজ্ঞার পর নতুন অধিনায়ক হয়েছেন মুমিনুল হক। কোহলির দলের বিপক্ষে সাফল্য পেতে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের নিয়ে সাফল্য পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলপতি।

এদিকে, টি-টুয়েন্টিতে তারুণ্য নির্ভর দল নিয়ে খেললেও টেস্টে পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে স্বাগতিক দল। টেস্টে দুই দলের এর আগে ৯ মোকাবেলায় ৭টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। অন্য দুইটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, মোস্তাফিজুর রহমান/এবাদত হোসেন।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

এই বিভাগের আরো খবর