রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯২

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৪  

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে মহানগরীর জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন।


পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে সজীবকে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরো খবর