মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯১

বগুড়ায় মুরগির খোয়ারে মিলল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

ওয়াফিক শিপলু (বগুড়া) 

প্রকাশিত: ৫ মার্চ ২০২৪  

বগুড়ায় নিখোঁজের ৮ দিন পর নাসিরুল ইসলাম নাসিম (১৩) নামে এক স্কুলছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে গাবতলী উপজেলার ঈশ্বরপুর পূর্বপাড়ায় বসতবাড়ির মুরগি রাখার ঘরে মাটিতে খুঁড়ে থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত থেকে নিখোঁজ ছিল।


নিহত স্কুলছাত্র নাসিরুল ইসলাম নাসিম জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া এলাকার ওয়াজেল মণ্ডলের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশোনা করতেন তিনি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী।

 

সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত থেকে নিখোঁজ ছিল নাসিম। থানায় জিডি হলে তার সন্ধানে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে নাসিমের দুঃসম্পর্কের এক আত্মীয় রফিকুলের ছেলেকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রফিকুলের বাড়ির মুরগি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা নাসিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় রফিকুলের বাড়ি তালাবন্ধ ছিল এবং বাড়িতে কেউ ছিল না। পরে ঘটনার বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। 

এই বিভাগের আরো খবর