মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৬

বগুড়ায় বাস উল্টে নারী-শিশুসহ নিহত ৩

আমিনুল ইসলাম শান্ত

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯  

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে এক নারীসহ দুই শিশু নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার রহবল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর (২৩) ও মেয়ে মঞ্জিলা আক্তার (২) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও এলাকার বাসিন্দা আলামিনের ছেলে মেহেদী হাসান (৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি বাস বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে পাশে খাদে উল্টে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এই বিভাগের আরো খবর