রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫১

বগুড়ায় চার ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২  

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানের নেতৃত্ব দেন। এ কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় রয়েল ফার্মেসিকে ৪ হাজার, ফরিদ ফার্মেসি, মা ফার্মেসি ও ফাবিয়া ফার্মেসিকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, সরকারি হাসপাতালের সামনে এ চার ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল। এজন্য তাদের অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

এই বিভাগের আরো খবর