বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৪ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৯

প্রশাসনের নাগের ডগায় অধিকাংশ ইট ভাটায় পুড়ছে কাঠ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২  

চাঁপাইনবাবগঞ্জ জেলায় অধিকাংশ ইট ভাটায় পুড়ছে কাঠ। এতে করে দুষণ হচ্ছে পরিবেশ। এছাড়াও প্রশাসনের নাগের ডগায় হরদমে চলছে অবৈধ বাংলা ইট ভাটা। জেলার এসব ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। আবার কিছু ইট ভাটায় অনুমোদন ছাড়াই বসানো হয়েছে করাত কল। এসব করাত কলে বিভিন্ন চোরাই গাছ কেটে সাইজ করে পোড়ানো হয় ইট ভাটায়।

 

পরিবেশ দূষণ হচ্ছে সেই সাথে রাজস্ব হারাচ্ছে সরকার। তবে জেলাব্যাপী বিভিন্ন ভাটায় কাট পোড়ানো, অনুমোদনহীন করাতকল স্থাপন ও বাংলা ইট ভাটার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। ছবিটি আজ শনিবার ২৬শে (ফেব্রুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সুন্দরপুর ইউনিয়নের ভবানীপুর মৌজায় অবস্থিত (ডন) ইট ভাটা থেকে তোলা।উল্লেখ্য যে এই ডন ভাটার সংলগ্ন চারিদিকে আবাদি জমি ও আমের বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তবুও মালিকপক্ষের দাম্ভিকতার ভয়ে স্থানীয়রা ভীত-সন্ত্রস্ত। তবুও প্রসাশন উদাসীন। 


সরোজমিন ঘুরে দেখা যায়, ইট ভাটার মৌসুম শুরু হওয়ায় কাঠ পোড়ানোর প্রতিযোগীতায় নেমেছে ভাটা মালিকরা। জেলায় প্রতিটি ভাটায় প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মণ কাঠ পোড়ানো হয়ে থাকে। এভাবে প্রতিদিন কাঠ পুড়তে থাকলে পরিবেশের উপর মারাত্বক প্রভাব পড়বে জেনেও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ব্যক্তিরা উদাসীন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে কিভাবে কাঠ পোড়ানো হচ্ছে তা নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
এভাবে অনিয়ন্ত্রিতভাবে আইন অমান্য করে ইটভাটা চলায়। জেলার স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে ভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় কেউ কথা বলতেও সাহস পান না।

এই বিভাগের আরো খবর