বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো উথুরা রেঞ্জ

আশিকুর রহমান শ্রাবণ, ভালুকা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

১৮ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত বন বিভাগের বিরুদ্ধে হয়রানীর অভিযােগ শিরােনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে উথুরা রেঞ্জ। মোঃ হারুন-উর-রশিদ খান রেঞ্জ কর্মকর্তা উথুরা রেঞ্জ সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে জানান, দৈনিক প্রথম আলো পত্রিকার ভালুকা প্রতিনিধি সম্পুর্ন প্রতিহিংসার বশবর্তী সংবাদটি পরিবেশন করিয়াছেন। বাংলাদেশ বন বিভাগের নামে গেজেটভূক্ত এবং বি,আর,এস রেকর্ড ভূক্ত ভালুকা উপজেলার আওতাধীন নারাঙ্গী মৌজার বন ভূমি ভালুকা উপজেলা প্রতিনিধি সহ তার পরিবার ও আত্বীয় স্বজন এবং কতিপয় স্বার্থ ন্বেষী মহল দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে জবর দখল করিয়া বন বিভাগের কৃষিবন বাগান ধ্বংস করিয়া তাহাতে বাঁশ ঝাড় সৃষ্টি করিয়া বাঁশ সহ বনভুমি অবৈধ ভাবে বিক্রী করিতেছে। ফলে বনভূমি অবৈধভাবে জবর দখল হচ্ছে এবং সরকার তথা বনবিভাগ রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে। এস,ডি, জি বাস্তবায়ন ও জলবায়ুর বিরুপ প্রভাব মােকাবেলার জন্য বাগান সৃজনের নিমিত্তে বিভাগীয় বন কর্মকর্তা ,ময়মনসিংহ বনবিভাগ মহােদয় দপ্তরের পত্র নং- ২২.০১.০০০০.৬২৪.১৭.০১৮.২১-৩২৯৪ তারিখ:- ২৯/৭/২০২১খ্রিঃ তারিখে নির্দেশ অনুযায়ী নারাঙ্গী মৌজার বন ভূমি সহ অন্যান্য বনভূমিতে বিদ্যমান বাঁশের মাকিং তালিকা দাখিল করা হয় এবং তাহা দরপত্রের মাধ্যমে বিক্রী হয়। দরপত্রের মাধ্যমে বিক্রীত বাঁশের একটি বিরাট অংশ ওই দৈনিকের ভালুকা প্রতিনিধি সহ তার পরিবারের আত্রীয় স্বজদের অবৈধ ভাবে জবর দখলে ছিল। ব্যক্তি স্বার্থ ক্ষতিগ্রস্থ হওয়ার দরুন তিনি প্রতিহিংসার বশবর্তী হইয়া তিনি নিজে এবং তার বন্ধু মহলের মাধ্যমে বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইনে পাের্টালে সম্পূন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন যা বনবিভাগের ভাবমূর্তি ক্ষুন সহ অবৈধভাবে বনভূনি জবরদখলের পায়তারা করিতেছে এবং এস,ডি,জি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করিতেছে।

প্রকাশিত সংবাদে মফিজল মাষ্টার ও তার চাচাতাে ভাইকে বনভূমিতে অবৈধ ভাবে ঘর নির্মানে আমা কর্তৃক বন মামলা দেওয়ার যে সংবাদ পরিবেশন করা হইয়াছে তাহাও সম্পূন্য মিথ্যা।

 

মোঃ হারুন-উর-রশিদ খান

রেঞ্জ কর্মকর্তা, উথুরা রেঞ্জ

 

এই বিভাগের আরো খবর