শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ৩ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

পেঁপে দিয়েই ত্বকে আনুন জেল্লা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

অফিস, বাড়ি কিংবা সংসার সব কিছু সামলে নিজের জন্য সময় বের করা অনেকটা কঠিন হয়ে ওঠে। শরীরের খেয়াল রাখারই সুযোগ পান না অনেকে। সময়মতো খাওয়া দাওয়া করতেও ভুলে যান। দীর্ঘদিনের অনিয়মের প্রভাব শুধু শরীরের ওপর নয়, পড়ে ত্বকের উপরও।

অতিরিক্ত ব্যস্ততার জন্য অনেকে পার্লারে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। ফলে ক্রমশ বিষণ্ণ হয়ে পড়ে ত্বক। সঠিক যত্নের অভাবে ত্বকের জৌলুস কমে যাবে, তা তো হতে দেয়া যায় না। ত্বকের জেল্লা ধরে রাখতে বাড়িতে বসেই পরিচর্যা করতে পারেন। এর জন্য ভরসা রাখতে হবে পাকা পেঁপের ওপর। পাকা পেঁপে দিয়েই বানানো মাস্কই জেল্লা ফেরাবে ত্বকের।

পেঁপে এবং মধু
ত্বকের মরা কোষ দূর করতে পেঁপে দারুণ উপকারী। সেই সঙ্গে ব্যবহার করতে পারেন মধু। এই দুইয়ের মিশ্রণে ত্বকে ফিরবে জেল্লা। একটি পাত্রে পেঁপের টুকরো আর মধু একসঙ্গে মিশিয়ে চটকে নিন। তারপর সেই মিশ্রণটি ত্বকে লাগান। উপকার পাবেন।

পেঁপে এবং হলুদ
ত্বকের দেখাশোনা করতে হলুদের জুড়ি মেলা ভার। এর অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের প্রদাহ নাশ করে। হলুদ এবং পেঁপের রয়েছে বহু গুণ। ত্বকের অনেক সমস্যার চটজলদি সমাধান করে এই দুটি উপকরণ। পেঁপে চটকে তার সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে লাগান। উপকার পাবেন।

পেঁপে এবং অ্যালোভেরা
ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেয়ার কথা হলে প্রথমেই মনে আসে অ্যালোভেরা। পেঁপের সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা। তারপর মিশ্রণটির প্রলেপ লাগান ত্বকে। কিছুক্ষণ রাখুন। তারপর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। পরিবর্তন দেখতে পারবেন কয়েক দিনেই।

এই বিভাগের আরো খবর