বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৭

পূজামণ্ডপ পরিদর্শনে মসিক মেয়র, পৌঁছালেন শুভেচ্ছা উপহার

সেকান্দর আলী, ময়মনসিংহ ব্যুরো চীফ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

গতকাল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ সিটির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র প্রতিটি মন্দিরের পুরোহিত, পূজা কমিটির নেতৃবৃন্দের কাছে ফুলের শুভেচ্ছার সাথে মিষ্টান্ন, করোনা সুরক্ষা সামগ্রী ও ৫০০০ টাকা তুলে দেন এবং উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন।

শম্ভুগঞ্জ দূর্গাবাড়ী কালিবাড়ী শ্মশান দেবালয় সংঘ পরিদর্শনকালে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন আজ বাস্তবে পরিনত হয়েছে।

মেয়র আরও বলেন, একটি গোষ্ঠী আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। একসময় আমরা আমরা আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনেও শংকিত ছিলাম। আজ সে অবস্থার উত্তরণ হয়েছে।

এ সময় মেয়র বলেন, আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জন করেছি তা বজায়ে রাখা আমাদেরই দায়িত্ব। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা।

গতকাল মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে শম্ভুগঞ্জ এলাকার ১১ টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়। মন্ডপ পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি পূজা মন্ডপসমূহের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর