বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৪

পুলিশের অভিযানে নেশা জাতীয় ইনজেকশন সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মাঈম হোসেন শুভ শেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩  

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলা শহরের খোয়াড়পাড় মোড়ে ২ ডিসেম্বর শনিবার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে নেশা জাতীয় ৩৩ পিস ইনজেকশনসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। 

ধৃত মাদক কারবারিরা হলো- শেরপুর পৌরসভার গৌরীপুর মহল্লার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে শ্রাবণ (২৮), দিঘারপাড় মহল্লার মো. আলাউদ্দিনের ছেলে মো. আসাদুজ্জামান ওরফে সোহাগ (২৭), সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. সজিব মিয়া (২০) ও চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. রেজাউল ইসলাম ওরফে স্বপন (২৫)। 

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুব আলীর নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ চন্দ্র পাল, কং মো. সিফাত আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের পৌরসভার খোয়াড়পাড় মোড়ে এক মাদক বিরোধী অভিযান চালায়। 

এসময় নেশা জাতীয় ইনজেকশন ক্রয়-বিক্রয় কালে বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ পিস ইনজেকশন সহ মো. আরিফুল ইসলাম ওরফে শ্রাবণ, মো. আসাদুজ্জামান ওরফে সোহাগ, মো. সজিব মিয়া ও মো. রেজাউল ইসলাম ওরফে স্বপনকে হাতেনাতে আটক করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিত টের পেয়ে অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে যায়। 

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ওই মাদক কারবারিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৩ ডিসেম্বর রোববার দুপুরে ধৃত মাদক কারবারিদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

এই বিভাগের আরো খবর