সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৬

পুরস্কারের লাথি দেওয়ায় আজীবনের জন্য  নিষিদ্ধ বডিবিল্ডার শুভ

বশির আহমাদ 

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

বাংলাদেশ জাতীয় বডিবিল্ডার ২০২২, চ্যেম্পিয়ানসিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর পুরস্কারে লাথি দিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। তার পুরস্কারে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।

 

এনিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে, সে (জাহিদ)  বলেন - শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের প্রতিযোগিতায় ১১ সদস্যের বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। এ ঘোষণার উপর সন্তুষ্ট ছিলেন না তিনি।  জাহিদ বলেন,  বিগত বছরগুলোতে প্রথম স্থান অধিকার করে চারটি গোল্ড মেডেল পেয়েছেন, উদাহরণ দিয়ে বলেন আগে যদি তিনি বাবা ছিলেন এখন তিনি দাদা তাহলে তিনি রুপা পাবেন এটা কিভাবে হতে পারে? তাই বিচারকদের রায়ে সন্তুষ্ট ছিলেন না তিনি।

 

আর মঞ্চেই সেই ক্ষোভ প্রকাশ করে ফেলেন এই বডি বিল্ডার। মঞ্চ থেকে নেমেই পুরস্কারে লাথি মেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনা- সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পরে জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ বডিবিল্ডার ফেডারেশন। জাহিদকে আজীবনের জন্য বহিষ্কার করার সংবাদ পেয়ে জাহিদ বলে- চোরের মার বড় গলা চোরের মুখে বাংলা বেতার রুমাল দিয়া ডাক আর আমি শুভ দোয়া করি বাইছা তোরা থাক। চুরিও করবি বেনও করবি। প্রতিবাদ গড়বো প্রতিরোধ করবো, মানব প্রাচীর গড়বো মানববন্ধন করবো।

 

ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাঈম জানান, ফেসবুকের ভিডিওগুলো আমি দেখেছি। কিন্তু সমালোচনা করার আগে সেই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। এই টুর্নামেন্টে আন্তর্জাতিক বিচারকও ছিলেন।

 

বিস্তারিত ঘটনার পরিপ্রেক্ষিতে একজন আপু জানান,  আমি অনুষ্টানটা সামনে বসে দেখেছি, যে ছেলে চ্যেম্পিয়ান হয়েছে সেটা কোন ভাবে সে ডির্জাব করে না, শুভ অনেক গুন এগিয়েছিল চ্যম্পিয়ন আল আমিনের কাছ থেকে সব দিকে এগিয়ে ছিলো। সাধারণ সম্পাদক পুরস্কার দেওয়ার সময় খুবই বাজে আচরণ করেছে, সেটা শুভকে আরো বেশি হার্ট করেছে। আসলে বাংলাদেশের প্রতেকটা সেক্টরে এত এত দুর্নীতি বলার কোন অবকাশ নেই।

এই বিভাগের আরো খবর