মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৯

‘পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই’

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

ওয়ানডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের মালিক জালাল-উদ-দিনের মতে, প্রতিপক্ষরা কোনো ভুল না করলে সেমিফাইনালেই উঠতে পারবে না পাকিস্তান। শিরোপা জয় তো দূরের কথা। কেন এমনটা ভাবছেন জালাল, দ্য নিউজের সঙ্গে আলাপকালে তার ব্যাখ্যা দিয়েছেন, ‘সব দল যেখানে শেষ সময়ে নিজেদের দল গোছাতে ব্যস্ত ছিল, তখন পাকিস্তান ব্যস্ত ছিল পুরো দল পরিবর্তনে। হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এমনকি তাদের সহকারী কোচকে পর্যন্ত পরিবর্তন করা হয়, যখন বিশ্বকাপের বাকি আর মাত্র একমাস।’


তবে একটা দিক বিবেচনায় পাকিস্তানের সামনে সামান্য সুযোগ আছে। সেটা কি? শুনুন জালালের মুখ থেকেই, ‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগ দিয়েই আমাদের এবার শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই। তাছাড়া এবারের আসরের শিরোপা জেতার ফেবারিট দলের তালিকায়ও আমরা নেই।’
সঙ্গে তিনি যোগ করেন, ‘একটা ব্যাপার পাকিস্তানকে সাহায্য করবে। ওরা চাপমুক্ত থাকবে। কারণ সবাই দেখেছে গত কয়েক ম্যাচে আমরা কেমন খেলেছি এবং আমাদের ক্রিকেট প্রশাসন কী পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে।’

বিশ্বকাপ শুরুর আগে ১৫ জনের স্কোয়াডে চার পরিবর্তন আনে পাকিস্তান। একদম শেষ মুহূর্তে বিশ্বকাপ দলের এমন পরিবর্তন খেলোয়াড়দের জন্য যেমন লজ্জার, তেমনি এমন কাজে প্রচণ্ড বিরক্ত জালাল, ‘এটা খেলোয়াড়দের জন্য লজ্জাদায়ক। এত বড় প্রতিযোগিতার আগে এমন পরিস্থিতি তৈরি করা কোনো দল কিছুই জিততে পারে না।’

এই বিভাগের আরো খবর