রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

পাংশায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি মূলক সভা 

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৪  

রাজবাড়ীর পাংশায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্ততি মূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, পাংশা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস প্রমুখ।

 

 প্রস্ততি মূলক সভায় কর্মকর্তাগন উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দদের সাথেই দুর্গোৎসব নিয়ে আলোচনা করে কর্মকর্তাগন।

এই বিভাগের আরো খবর