সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৪

পাংশার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-`২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ১ জুন ২০২৪  

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে।


গত বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১ কোটি ৫০ লক্ষ ৮৮ হাজার ১৪০ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সজিব  হোসেন।

১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সজিব হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রজিৎ সরকার এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট ঘোষনা  সভায় উপস্থিত ছিলেন - ১নং বাহাদুরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনিসুর রহমান, তারাপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হানেফ শেখ, পাংশা উপজেলা আ.লীগের সদস্য ও অত্র ইউনিয়নের সহসভাপতি হামিদ মোল্লা, অত্র ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আবুল কাশেম( প্রা.), বাংলাদেশ কৃষি ব্যাংকের বাহাদুরপুর শাখার ম্যানেজার সেলিম রেজাসহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিলেন। 

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন ২০২৪-২৫ অর্থ বছরের ১ কোটি ৫০ লক্ষ ৮৮ হাজার ১৪০ টাকার বাজেট ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর