মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৬

পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কক্সবাজারগামী আন্তঃনগর বিরতিহীন ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু শীল নয়াদিল উত্তর পাড়ার বাসিন্দা হরি সাধন শীলের ছেলে।

মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ট্রেনটি কক্সবাজার যাচ্ছিল। কৃষক মধু শীল ধানের চারা খাঁচায় ভর্তি করে মাথায় নিয়ে কৃষিকাজের উদ্দেশ্যে নয়াদিল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী বিরতিহীন ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর