সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৮

পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া আইফোন উদ্ধার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের হাত থেকে ছিনতাই হওয়া আইফোন উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ। সোমবার (১৯ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান।

উল্লেখ্য, গত ৩০ মে রাজধানীর বিজয় স্মরণী মোড়ে মন্ত্রীর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। এরপর থেকে ওই ছিনতাইকারীকে ধরতে হন্যে হয়ে একের পর এক অভিযান চালাতে থাকে পুলিশ।

এই বিভাগের আরো খবর