শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩২

পবিপ্রবির নেতৃত্বে কৃষিগুচ্ছ স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা

আশিকুর রহমান পবিপ্রবি প্রতিনিধিঃ

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩  

আজ (৫ আগস্ট ) দেশের অন্য সাতটি বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  কৃষিগুচ্ছভুক্ত  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পবিপ্রবির ৪৪৩ টি আসনের প্রতি আসনে ৩০ জন করে লড়াই করছ। 

আজকের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের  মূল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । বর্ষার গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও  ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি  ছিলো সন্তোষজনক। পবিপ্রবি কেন্দ্রে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। দুপুর ১১টা ৩০ থেকে ১২ টা ৩০ পর্যন্ত স্নাতক কৃষিগুচ্ছ  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

ভর্তি পরীক্ষা শুরু হলে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত হলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কৃষিগুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর প্রায় ৮১ হাজার শিক্ষার্থী কৃষিগুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতিটি সীটের বিপরীতে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ । পবিপ্রবি কেন্দ্রে ৪৪৩ টি সিটের বিপরীতে ৪০০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পবিপ্রবিতে পরীক্ষায় কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা  ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।

ভর্তি পরীক্ষার্থী সাকিব আল হাসান বলেন, "পরীক্ষায় গণিত অংশে অনেক প্রশ্ন ক্যালকুলেটর ছাড়া সমাধান করতে সমস্যা হয়েছে। তবে প্রশ্নের মান স্ট্যান্ডার্ড ছিল। "

ভর্তিচ্ছু আবির বলেন, "পরীক্ষা ভালো হয়েছে তবে টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছে।"

এই বিভাগের আরো খবর