রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৯

পথ হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র তার পথ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর কারণ হিসেবে তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির দিকে ইঙ্গিত করেছেন।

 

সংবাদমাধ্যম তাস জানিয়েছে, স্থানীয় সময় রোববার নেভাদায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন মার্কিন ধনকুবের। 

 

নেভাদায় এক সমাবেশে উপস্থিতদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারি না। বাইডেন প্রশাসন আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে।

 

তিনি বলেন, বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি। এ সময় তিনি বর্তমান প্রেসিডেন্টকে অযোগ্য বলেও কটাক্ষ করেন।

 

আইসিজের রায়ের পরও বেপরোয়া ইসরায়েল, যুদ্ধবিরতি অনিশ্চিতআইসিজের রায়ের পরও বেপরোয়া ইসরাইল, যুদ্ধবিরতি অনিশ্চিত
এর আগে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের অভিযোগে বাইডেনকে অভিযুক্ত করেছিলেন ট্রাম্প। 

 

চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সংশ্লিষ্টরা বলছেন, এবার ভোটের মাঠে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। আর এক্ষেত্রে জনপ্রিয়তার দিকে দিয়ে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।


 

এই বিভাগের আরো খবর