মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৫

নুর-মঞ্জিল দরবার শরীফের ১০৩ তম ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

এম,নুরুননবী চৌধুরী সেলিম, ষ্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪  

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দঃ ইউনিয়নের পোঁমগাও গ্রামে অনুষ্ঠিত হলো হযরত পীর শাহ্ শরীফ জিন্দানী বাগদাদী (রহঃ) এর মাজারের মাহফিল প্রতিষ্ঠাতা ও নুর মঞ্জিল দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত পীর সৈয়দ মোঃ হাবীব উল্লাহ নূরী আল- ফারুকী(রহঃ) প্রতিষ্ঠিত নুর মঞ্জিল দরবার শরীফের ১০৩ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও ইসলামি জলসা। 

কোরআন, হাদীস আর ইসলামি জীবন বিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বয়ান পেশ করেন-হাজীগঞ্জ থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওঃ মোঃ আলী আল  কাদেরী। এছাড়াও বয়ান পেশ করেন বড়কেশতলা জালালীয়া দরবার শরীফের শাহজাদা হযরত মাওঃ মোঃ মনিরুল ইসলাম জালালী, লাকসাম গাজীমুড়া আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওঃ আনোয়ার হোসেন জালালী, হযরত মাওঃ মিজানুর রহমান চাঁদপুরী এবং মাওঃ আরাফাত হোসেন আল কাদেরী-রামগঞ্জ,  হাজীগঞ্জ সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগন।
মিলাদ -মাহফিল ও হালকায়ে জিকির শেষে দেশবাসী তথা সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন ইছালে ছাওয়াব ও ইসলামি জলসার সম্মানীত সভাপতি, নুর মঞ্জিল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ শরীফ নুরী আল- ফারুকী ( রতন শরীফ)।
দরবার ও মাহফিল পরিচালনা কমিটির উপদেষ্টা এবং ইন্টারভেন্ড এর প্রতিষ্ঠাতা এবং সিইও এস.এম. হাবিবউল্লাহ ফারুকী (সৈকত) এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ইছালে ছাওয়াব মাহফিলে দেশের ১৪ টি জেলা থেকে আগত ভক্ত,মুরিদান ও আশেকানদের মিলনমেলায় পরিনত হয়। উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর ঢাকা মহানগর জেনারেল সেক্রেটারী এইচ এম জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর