বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৫

নীলফামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

নীলফামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর)  সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম সহ বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রনালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা বলেন, আমরা অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন দেখে নানা জিনিস ক্রয় করি। কিন্তু অনলাইনে ক্রয়ের আগে আমরা উক্ত প্রতিষ্ঠানের টার্মস কন্ডিশনগুলো দেখি না। যার দরুন অনলাইনে জিনিসপত্র ক্রয়ে আমরা প্রতারিত হচ্ছি।

তিনি আরো বলেন, নীলফামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণে ভোক্তা অধিদপ্তরের কোনো অফিস না থাকায় ভোক্তাদের অধিকারের আদায়ে বিভিন্ন মনিটরিংয়ে জটিলতা সৃষ্টি হয়। সেই জটিলতা নিরসনে আগামী দুই মাসের মধ্যে নীলফামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস স্থাপন করা হবে।

এছাড়া সেমিনারে অংশ নেওয়া সকলের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন মহাপরিচালক।
 

এই বিভাগের আরো খবর