শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৯

নাসিমের অবস্থা স্থিতিশীল, পরবর্তী সিদ্ধান্ত বিকেলে

সুমন হোসেন

প্রকাশিত: ৮ জুন ২০২০  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ সোমবার বিকেলে তার বিষয়ে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে।

এর আগে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এখনো কোনো সাড়া নেই নাসিমের। তার অবস্থা অপরিবর্তিত।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ওনার হার্ট বন্ধ না হয় বা অন্য কিছু না হয় ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চলবে।’

মোহাম্মদ নাসিমের সিটিস্ক্যান করা হয়েছে কি না এমন প্রশ্নে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি কোমায় আছেন। সিটিস্ক্যান করার মতো অবস্থায় তিনি নেই। সিটিস্ক্যান করতে গেলেও ঝুঁকি। অবস্থার উন্নতি হলে সিটিস্ক্যান করা হবে।’

তিনি আরও জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস আগে যে রকম ছিল এখনো সে রকম আছে। তিনি এখনো ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল এখনো সে রকমটাই আছে।

তবে মোহাম্মদ নাসিম সংকটাপন্ন অবস্থায় আছেন জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং এ মুহূর্তে গভীর কোমায় আছেন।’

উল্লেখ্য, গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন। পরে তার অপারেশন হয়।

এই বিভাগের আরো খবর