মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১০

বিএনপির পদযাত্রা

নারায়ণগঞ্জে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বিএনপির দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে আড়াইহাজার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুর ১টার দিকে পাঁচরুখি এলাকায় পদযাত্রা শুরু করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ হয়। পরে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার ও টিয়ার সেল ছুঁড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও পুলিশ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পদযাত্রার নেতৃত্বদাতা বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে আমরা মহাসড়কে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে পদযাত্রা শুরু করি। এ সময় পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দেয় এবং লাঠিচার্জ করে। পুলিশের রবার বুলেট, টিয়ার সেল ও পিটুনিতে আমিসহ আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে উঠে রাস্তা বন্ধ করে দেয়। তারা গাড়ি চলাচল রোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। আমরা তাদের থামানোর চেষ্টা করলে তারা রাস্তা ছাড়তে রাজি হয়নি। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই বিভাগের আরো খবর