মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৬

নানা রকমের ফ্রিজ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

ঈদের আর বেশিদিন বাকি নেই। ঈদুল আজহার আগে রেফ্রিজারেটর কেনার ধুম পড়ে যায়। যারা এই ঈদে ফ্রিজ কেনার কথা ভাবছেন তাদের ফ্রিজের বাজারদর, কোন ফ্রিজের কী সুবিধা এসব জেনে নেওয়া উচিত। যেহেতু খুব ঘন ঘন ফ্রিজ কেনা হয় না তাই ফ্রিজ কেনার আগে চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। বাজারদর, ফ্রিজের ধরন ও ব্র্যান্ডভেদে ছাড় নিয়ে লিখছেন জাওয়াদুল আলম

সিঙ্গার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ ফ্রিজ ফিভার’ অফার চলছে সিঙ্গার বাংলাদেশের শো-রুমগুলোতে। এই অফারের আওতায় সর্বনিম্ন ১৫ হাজার ৯৯০ টাকায় পাবেন ১১৬ লিটারের ডিপ ফ্রিজ। অন্যদিকে সর্বোচ্চ ৩৮০ লিটারের ডিপ ফ্রিজের দাম পড়বে ৩৬ হাজার টাকা। এছাড়া ডিরেক্ট কুল ফ্রিজ রয়েছে ১৩৮ লিটার থেকে ৫৫৮ লিটার পর্যন্ত। যেগুলোর দাম পড়বে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লক্ষ ৩৪ হাজার ৯৯০ টাকার মধ্যে। নিজের চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের ফ্রিজ বেছে নিতে পারেন সিঙ্গার থেকে। মাত্র সাড়ে চার হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তিতে এখান থেকে ফ্রিজ কিনতে পারবেন। থাকছে স্ক্র্যাচকার্ডে মূল্য ছাড়ের সুবিধা ও শর্তসাপেক্ষে পুরনো ফ্রিজ বদলে সাইড বাই সাইড ফ্রিজ নেওয়ার সুযোগ।

ওয়ালটন : দেশীয় ব্র্যান্ড ওয়ালটন নিয়ে এসেছে অত্যাধুনিক ডিজাইনের ডাবল ডোর ডিপ ফ্রিজ। প্রয়োজন মতো একটি কিংবা দুইটি ডোর খুলে ব্যবহার করা যাবে এই ফ্রিজগুলো। দাম পড়বে ১৯ হাজার ৬৫০ থেকে ৩২ হাজার ২৯০ টাকার মধ্যেই। অন্যদিকে ৫০ লিটারের মিনি সাইজের একটি ডিরেক্ট কুল ফ্রিজ পাবেন মাত্র ১০ হাজার ৯৯০ টাকায় । সর্বোচ্চ ৫৭ হাজার ৯৯০ টাকায় ওয়ালটনের রয়েছে সাইড বাই সাইড অর্থাৎ ডাবল ডোরের ৫২৫ লিটারের ফ্রিজ। ঈদ উপলক্ষে ওয়ালটন ফ্রিজ কিনে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করলেই প্রতিদিনই থাকছে ক্যাশ ভাউচারসহ বিনামূল্যে পণ্য জেতার সুযোগ।  

ট্রান্সকম ডিজিটাল : ট্রান্সকম ডিজিটালের শো-রুমগুলোতে এক ছাদের নিচেই পাবেন স্যামসাং, হিটাচি, ট্রান্সটেক, ওয়ারপুল ও সিমেন্স ব্র্যান্ডের রেফ্রিজারেটর। এখানে সর্বনিম্ন ২৮ হাজার ৪০০ টাকায় পাবেন ১৭১ লিটারের ট্রান্সটেক ব্র্যান্ডের ডিরেক্ট কুলিং ফ্রিজ। সর্বোচ্চ ৯০ হাজার ৯০০ টাকায় রয়েছে হিটাচি ব্র্যান্ডের ডিরেক্ট কুলিং ফ্রিজ। এই ফ্রিজটিতে থাকছে ঈদ উপলক্ষে চার হাজার টাকা মূল্য ছাড়। অন্যদিকে সর্বনিম্ন ১৯ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ৪৯ হাজার ৯৯০ টাকার মধ্যে ডিপ ফ্রিজ। অন্যান্য ব্র্যান্ডের রেফ্রিজারেটরেও থাকছে বিশেষ মূল্যছাড়। এছাড়াও ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে পুরনো ফ্রিজ বদলে নতুন ফ্রিজ কেনার সুযোগ। ঘরে বসে অনলাইনে ফ্রিজ কিনলে সর্বোচ্চ ৫০০ টাকার কুপন জেতারও সুযোগ।

বাটারফ্লাই গ্রুপ : বাটারফ্লাই গ্রুপের শো-রুমে রয়েছে এলজি, ইকো প্লাস ও বাটারফ্লাই ব্র্যান্ডের ডিপ ফ্রিজ ও ডিরেক্ট কুলিং ফ্রিজ। আসন্ন ঈদ উপলক্ষে বাটারফ্লাইয়ে চলছে ‘কিনলেই জিতবেন’ অফার। যেকোনো ব্র্যান্ডের ফ্রিজে ১০০ভাগ পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত বিনা ইন্টারেস্টে ক্রয় করার সুবিধা। এখানে ১০০ লিটার থেকে ৩১৬ লিটারের ডিপ ফ্রিজ। অন্যদিকে ১৯৫ লিটার থেকে ৬০১ লিটার পর্যন্ত রয়েছে ডিরেক্ট কুলিং ফ্রিজ। 

সতর্কতা :        ওয়ারেন্টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন        লক করার সুবিধাসম্পন্ন ফ্রিজ বেছে নিন  স্ক্র্যাচ বা দাগ কম পড়ে এমন ফ্রিজ কেনা উচিত  বাসার জায়গা ও প্রয়োজন অনুসারে ফ্রিজ কিনুন।

এই বিভাগের আরো খবর