সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২১

দুদিন পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২  

   বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।


তিনি বলেন, বৃহস্পতিবার পহেলা বৈশাখ ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। দুই দিন বন্ধের পর শনিবার সকাল থেকে আবারো দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দুই দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি চালুর সঙ্গে সঙ্গে পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এছাড়াও আমদানিকারকরা যাতে পণ্যগুলো দ্রুত খালাস করে বাজারজাতকরণ করতে পারে সেজন্য তাদেরকে সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। 

এই বিভাগের আরো খবর