শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৮

দুই প্রবাসিকে পিটিয়ে অর্থও স্বর্ণলংকার ছিনিয়ে নিল চেয়ারম্যানপুত্র

ইন্দুরকানী প্রতিনিধি,  আসাদুজ্জামান

প্রকাশিত: ২৮ জুন ২০২১  

পিরোজপুরের ইন্দুরকানীতে কুয়েত প্রবাসি দুই সহধরকে পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণলংকার ছিনতায়ে অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের পুত্র সহ তার দলীয় লোকজনের বিরুদ্ধে । রোববার রাত ৮টার দিকে উপজেলার পত্তাশী বাজারে এ ঘটনা ঘটে । অভিযোগ সূত্রে জানা যায়,পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হাওলাদার মোয়াজ্জেম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পত্তাশী গ্রামের আনিচ আলী হাওলাদারের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে । সেই বিরোধের সূত্র ধরে আনিচ হাওলাদারের পুত্র কুয়েত প্রবাসি আল মামুন রুবেল (৩৪) ও আল মুনাল সোহেল (৩২) রোববার সন্ধ্যায় পত্তাশী বাজারে গেলে সজীব হার্ডওয়ার দোকানের সামনে বসে মোয়াজ্জেম হাওলাদারের পুত্র মুন আল হাসান (২১) ওমর হোসেন সানি (২৬) ও চেয়ারম্যানের লোক নাসির উদ্দিন টুকু, সোরমান খান,রিয়াজ শেখ, আসলাম খান তরুন, আলাম ফকির অতর্কিত ভাবে হামলা চালায় । এসময় আল মামুন রুবেলের পকেটে ৮৩,৫০০/-টাকা গলায় থাকা ১ভরি চেইন ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় রুবেল ও সোহেলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে । বর্তমান গুরুত্ব আহত অবস্থায় মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে । এবিষয় ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জোম হোসেন জানান, একটু ভুলবোজাবুজি হয়েছে এবং কোন হামলা ঘটনা ঘটেনি ।  ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সহকারে আইনগত ব্যবস্থা  গ্রহণ করব ।

এই বিভাগের আরো খবর