মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৮

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতে বিএনপি সমব্যথী: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তুরস্ক-সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের জনগণও এই ভয়াবহ বিপর্যয়ে সমব্যাথী।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ অনুযায়ী হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যাচ্ছে, তা রীতিমত ভয়ংকর। ভূমিকম্পে আঘাত হানা শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

শোকবার্তায় বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বলেন, আল্লাহ নিশ্চয়ই নিহতদের শহীদি মর্যাদা দান করবেন ও তাদের পরিবার-পরিজনকে এই শোক সহ্য করবার তৌফিক দান করবেন।

তিনি বলেন, তুরস্ক-সিরিয়ার সরকার এবং জনগণের সঙ্গে বিএনপি ও বাংলাদেশের জনগণও এই ভয়াবহ বিপর্যয়ে সমব্যথী। বিএনপি ও বাংলাদেশের জনগণ আশা প্রকাশ করে, বিরূপ আবহাওয়ার মধ্যেও তুরস্ক, সিরিয়ার সরকার এবং জনগণ অতিদ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে, উদ্ধারকাজ সম্পন্ন করে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারবে। জাতিসংঘ ও বিশ্ববাসীকে তুরস্ক এবং সিরিয়ার পাশে দাঁড়াতে হবে। মানবিক বিপর্যয় থেকে বন্ধুপ্রতিম দেশ দুইটির জনগণকে রক্ষা করতে হবে।

এই বিভাগের আরো খবর