রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭২

ঢাকা ৭ আসনে নৌকা পেলেন হাজী সেলিমের ছেলে সোলায়মান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিম।

রোববার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা- ৭ আসনে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন সোলাইমানের বাবা হাজী সেলিম। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ তে নৌকা প্রতীকে জয়লাভ করেছিল তিনি। ২০০৮ সালে এই আসন থেকে নির্বাচন করেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ বছরও তিনি নৌকা থেকে মনোনয়ন কিনেছিলেন।

 

ঢাকা-৭ আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ, কোতোয়ালির একাংশ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত।

এই বিভাগের আরো খবর