শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২২

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক হলেন- মতিউর রহমান

খোকন হাসান :

প্রকাশিত: ৯ মে ২০২৪  

সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে মনোনিত হয়েছেন গোপালগঞ্জের মতিউর রহমান মোল্লা।

৪ মে রোজ শনিবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় গোপালগঞ্জ জেলার সদরের উলপুর গ্রামের মো. মোস্তফা মোল্লা, মাতা রিনা বেগমের ছেলে মতিউর রহমান মোল্লা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে মনোনিত হয়েছেন।

 

ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি মিরপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

 

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় মতিউর রহমান মোল্লা, সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও অনুপ্রেরণায় আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এই বিভাগের আরো খবর