বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২১

ডেন্টাল হাবে যে কোন ডেন্টাল সেবায় ৩০% ছাড়

ডেন্টাল সেবায় ৩০% ছাড়

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে যে কোন ডেন্টাল সেবায় ৩০% ছাড় দিচ্ছে ঢাকা ডেন্টাল হাব। মিরপুর ১০ ফায়ার সার্ভিসের বিপরীত পাশে দেওয়ান প্লাজার ২য় তলায় ঢাকা ডেন্টাল হাব। সেবা সমুহ :
আমাদের বৈশিষ্ট্যঃ
শীতাতপ নিয়ন্ত্রিত
মনোরম পরিবেশ
নিজেস্ব ডেন্টাল এক্স রে
তুলনামূলক অল্প খরচ
হাই সাকশন মেশিন
উন্নত প্রযুক্তি
আধুনিক যন্ত্রপাতি
এয়ার প্রফি মেশিন (বাতাসের সাহায্যে স্কেলিং সিস্টেম যার কারনে দাতের কোন প্রকার ক্ষতি হয় না)
মহিলা রুগীদের জন্য মহিলা ডাক্তার
শিশু দের জন্য শিশু ফ্রেন্ডলি পরিবেশ এবং ডাক্তার
প্রতিটি রোগীর জন্য আলাদা ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় ফলে একজনের মাধ্যমে আরেকজনের রোগ সংক্রমণের ঝুঁকি নেই।
অটোক্লেভ এর মাধ্যমে ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করা হয়।
ইন্সট্রুমেন্ট আল্ট্রাভায়োলেট স্টোরেজ বক্সে সংরক্ষণ করা হয়।
ইন্ট্রাওরাল ক্যামেরার মাধ্যমে ছবি তুলে রোগীকে তাঁর রোগ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং কোন চিকিৎসা করলে পরিত্রাণ পাবে সে সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।
আধুনিক ডেন্টিস্ট্রির আলোকে পারদর্শী ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।
এন্ডোমটোর মেশিনের মাধ্যমে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়।
আক্কেল দাঁত তোলা,অপারকুলেকটোমি,সিস্ট সার্জারি,মাইনর টিউমার সার্জারি করা হয়।
লেজার ফিলিংসহ সব ধরনের ফিলিং করা হয়।
এমালগাম ফিলিং (কালো রংয়ের ফিলিং) করা হয় না।কারন এটি মুখের ক্যান্সারের কারণ হতে পারে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এর ব্যবহার বর্জন করতে বলা হয়েছে।

আমাদের সেবা সমুহ: 
আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা করা হয়।
পড়ে যাওয়া দাঁত প্রতিস্থাপন করা হয় ব্রিজ,ইম্প্লান্ট সার্জারির মাধ্যমে।
ডেন্টাল ইমপ্ল্যান্ট
ওয়েল বিহ্যাবড এন্ড স্কিল্ফুল স্টাফ
মহিলা রুগীদের জন্য মহিলা ডাক্তার
শিশু দের জন্য শিশু ফ্রেন্ডলি পরিবেশ এবং ডাক্তার
মুখ ও দাঁতের এক্সিডেন্টাল ইনজুরি ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি ।
এছাড়াও মুখ ও দাঁতের সকল রোগের চিকিতস্যা করা হয় ।
আমাদের এপোয়েনমেন্ট পেতে কল করুন: ০১৯৪৮৯৫৮৮২৫

ডাঃ শামীমা নাসরিন
চীফ কনসালটেন্ট
ঢাকা ডেন্টাল হাব
মিরপুর ১০, ফায়ার সার্ভিসের বিপরীতে ,
দেয়ান প্লাজার ২য় তলা।