মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫২

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের নানা পদক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর সব ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিদিন সরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য এবং বহির্বিভাগ থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ডেঙ্গু রোগে আক্রান্ত্র হয়ে মৃত ব্যক্তিদের বিস্তারিত তথ্যও সংগ্রহ করা হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়, ভর্তি ও চিকিৎসাসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা কর্তৃক সফটওয়্যার তৈরি করে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গুবিষয়ক ‘হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম’ স্থাপন করা হয়েছে, যেখান থেকে সারা দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো মনিটরিং করা হচ্ছে। কন্ট্রোল রুমের হটলাইন নম্বরগুলো- ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৩৭, ০১৩১৩৪৯০৪৯০ এবং টেলিফোন নম্বর- ০২-৯৮৫৫৯৩৩। এসব নম্বরে ফোন করলে ডেঙ্গুসহ অন্যান্য স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে।
ডেঙ্গু বিষয়ে চিকিৎসাসামগ্রী ক্রয়ের সুবিধার্থে জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে অর্থ বরাদ্দ করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সরাসরি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক-নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত ভর্তিকৃত রোগীর চিকিৎসাসেবা দেওয়ার জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন।

এই বিভাগের আরো খবর