শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৯

টঙ্গীতে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

বি এ রায়হান, গাজীপুর:

প্রকাশিত: ৩০ মে ২০২১  

 

গাজীপুরের টঙ্গীতে একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার আমিন সুপার মার্কেটের ‘এস এম শাহনাজ টেলিকম’ এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা দোকান থেকে নগদ আনুমানিক ৮০ হাজার টাকা ও ৩০টি মোবাইল সেট নিয়ে যায়।

এ ঘটনায় শনিবার বিকেলে দোকান মালিক আবুল হোসেন টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) পিযূষ দে সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

শাহনাজ টেলিকম’র স্বত্ত্বাধিকারী আবুল হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে দোকানের কর্মচারী মিরাজ দোকান বন্ধ করে বাসায় যায়। ফযরের নামাজ শেষে এলাকার স্থানীয় কয়েকজন মুসল্লি মরকুন মধ্যপাড়া এলাকার রাফাত ভিলা সংলগ্ন নারিকেল গাছের নিচে দুটি ব্যাগ ভর্তি ৫৫টি মোবাইল সেট দেখতে পায়। পরে তারা আমার দোকানের সামনে এসে তালা ভাঙ্গা দেখতে পেয়ে মার্কেট মালিকের মাধ্যমে আমাকে খবর দেয়। খবর পেয়ে আমি দোকানে এসে দেখি চোরেরা লোহার তৈরি অত্যাধুনিক যন্ত্র দ্বারা তালা কেটে আমার দোকানে প্রবেশ করে নগদ ৮০ হাজার টাকা, ৩০টি মোবাইল সেট, বিকাশ ও ফ্ল্যাক্সিলোডের সিম সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) পিযূষ দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে লোহার তৈরি তালা কাটার অত্যাধুনিক একটি যন্ত্র ও ছোরা উদ্ধার করা হয়েছে। দোকান ও পার্শ্ববর্তী বাড়ির সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে মাস্ক পরিহিত দুইজন যুবককে চুরি করতে দেখা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এই বিভাগের আরো খবর