শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৯

টঙ্গীতে অপহরণে তিন ঘণ্টা পর অপহৃত উদ্ধার; আটক ৫

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

গাজীপুরের টঙ্গীতে অপহরণে তিন ঘণ্টা পর অপহৃত মোঃ আজাহার আলী (৩৪) কে উদ্ধার করেছে র‍্যাব - ১। এসময় অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

শুক্রবার ৩০ জুলাই রাতে টঙ্গীর টিএন্ডটি বাজার গোপালপুর এলাকার জনৈক আকরাম হাজীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে র‍্যাব-১ এর সহকারী পরিচালক মুশফিকুর রহমান তুষারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে র‍্যাব-১।

আটককৃতরা হলো মোঃ সাদ্দাম হোসেন উরফে নুর ইসলাম (২৮), আখি আক্তার (২৫), চামেলী আক্তার (২০), শেখ ফরিদ (২৮), মোঃ বশির উরফে রাহুল (৩২)।

র‍্যাব জানায় শুক্রবার ৩০ জুলাই সন্ধ্যায় অপহৃত আজাহার আসামী আখি আক্তারের সাথে দেখা করতে গেলে কৌশলে তাকে বাসায় নিয়ে গিয়ে আটকে রেখে জোর পূর্বক উলঙ্গ ছবি তুলে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এসময় তার সাথে থাকা ১১ হাজার টাকা ও সাউথ ইষ্ট ব্যাংকের একটি ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়। এবং তার কাছথেকে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করলে আজাহার কৌশলে তার সহকর্মী মোজাম্মেল হককে বিষয়টি অবগত করলে মোজাম্মেল বিষয়টি র‍্যাব-১ কে জানায়। পরে র‍্যাব-১ এর একটি দল টিএন্ডটি বাজার গোপালপুর এলাকা অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছথেকে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

এই বিভাগের আরো খবর