মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৮

ঝটপট ত্বক উজ্জ্বল করে মেথির ফেসপ্যাক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯  

বিবর্ণ ও প্রাণহীন ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন মেথি ও অ্যালোভেরার তৈরি জেল। এটি ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক জৌলুস।
 
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক
চুলায় সসপ্যানে এক কাপ পানি গরম করুন।
২ টেবিল চামচ মেথি পানিতে দিয়ে জ্বাল কমিয়ে দিন চুলার।
পানি অর্ধেক হয়ে গেলে নামিয়ে রাখুন।
একটি বাটিতে ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন।
২ টেবিল চামচ মেথির পানি মিশিয়ে নিন জেলের সঙ্গে।
১ চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন।
ত্বকে ব্যবহার করুন ক্রিমের মতো।   
তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট