মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৭

জৈন্তাপুরে জেলা পরিষদের ব্যবস্থাপনায় বই পড়া উৎসব অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪  

সিলেট জেলা পরিষদের ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) সকালে বই পড়া উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান।  

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, চারিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, ইউ/পি সদস্য হাফিজ জালাল উদ্দিন, হাজির আলী, মনির আহমদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিম আহমদ, মামুনুর রশিদ, রাহেল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান। 

এসময় বক্তব্যে বক্তারা বলেন, জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোন বিকল্প নেই। প্রকৃত শিক্ষার জ্ঞান লাভ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণ নিজে-কে তৈরী করতে লেখাপড়ার ছাত্র/ছাত্রীদের আরও এগিয়ে আসার আহবান জানানো হয়।  

বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ইমরান হোসেন দুলালের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ, সদস্য নাজমুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি: মো: ইউসুফুর রহমান, দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, যুবলীগ নেতা নছির আহমদ, ফয়সল আহমদ, শামীম আহমদ ও মো: জাকারিয়া। অনুষ্ঠানে রেজিস্ট্রশন করা শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর