বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৪ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৯

জেলা পরিষদ নির্বাচনে: আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন এডভোকেট নাসির

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২  

সিলেট জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আজ দুপুরে।

আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ গ্রহণে দলীয় মনোনয়ন পেতে বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন নাসির উদ্দিন খান।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাজী মাহতাব উল হাসান সমুজ, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, আহমদ হেসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহন ১৭ অক্টোবর।

এই বিভাগের আরো খবর