সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৫

জুমাতুল বিদা’য় অঝোরে কাঁদলেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

পবিত্র রমজান মাসের শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। এই জুমার নামাজে আল্লাহর পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি বিশেষ নেয়ামত বর্ষিত হয়।
বাংলাাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার (৩১ মে)  জুমাতুল বিদা পালন করেছে মুসলিম সম্প্রদায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে জুমাতুল বিদাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। এ মোনাজাতে অঝোরে কেঁদেছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রতিবছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়।