বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৫

জাজিরায় সাবেক এমপি বিএম মোজাম্মেল হকের আগমনে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

শরীয়তপুরের জাজিরায় সাবেক এমপি বিএম মোজাম্মেল হকের আগমনে জনতার ঢল।

শরীয়তপুরের জাজিরায় সাবেক এমপি বিএম মোজাম্মেল হকের আগমনে জনতার ঢল।

জাজিরায় সাবেক এমপি বিএম মোজাম্মেল হকের আগমনে জনতার ঢল: এলাকায় উৎসবের আমেজ
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক নিজ নির্বাচনী এলাকায় দীর্ঘদিন পর আগমনে জনতার ঢল নামে। এসময় নেতাকর্মী ও সমর্থকদের শ্লোগানে প্রকম্পিত হয় পুরো জাজিরা। রবিবার (৫ ফেব্রæয়ারী) বেলা ১২টার দিকে সড়ক পথে পদ্মা সেতু জাজিরা প্রান্তে নামার পর হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করতে শুরু করেন। পথে পথে জনতার ভালবাসায় সিক্ত হয়ে বিলাসপুর ইউনিয়নে নিজ বাড়িতে বিকাল ৪টায় পৌছায়। সেখানেও সন্ধ্যার পরেও জনসমাগম লক্ষ করা গেছে। এতে করে তার নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আবদুর রব মুন্সী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হাওলাদার, দপ্তর সম্পাদক ফেরদৌস খান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলী আজ্জম মাদবর, সদস্য কামাল হামিদী, সুলতান মুন্সী, জাজিরার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, শিল্পপতি এসএম সুলতান আহমেদ সিকদার, জেলা পরিষদের সদস্য নেছার মাদবর, চিতলিয়া ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার, আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়, সহ-সভাপতি শাখাওয়াত হাওলাদার, হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক জসিম মাদবর, জাজিরা উপজেলার সাবেক সভাপতি এমডি নাসির উদ্দিন খান, সাধারন সম্পাদক হানিফ মাদবর, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান এরশাদ, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক টিপু কোতোয়াল প্রমূখ।
এছাড়াও আওয়ামীলীগের ৫ বারের সাংগঠনিক সম্পাদক ও ২ বারের সাবেক এমপি বিএম মোজাম্মেল হক জাজিরা ও শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় বিএম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে আমি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাজ করে চলছি। নেত্রী যখন যে দায়িত্ব দেন, তা পালন করতে আমি সর্বদা প্রস্তুত থাকি। তাই নিজ এলাকায় ফিরতে পারিনি। দীর্ঘদিন পরে হলেও মাটির টানে নিজ এলাকায় ফিরে জনতার ভালবাসায় সিক্ত হয়ে তাদের কাছে চিরঋণী হয়ে রইলাম।
এ ব্যাপারে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন বলেন, দীর্ঘদিন পরে আমাদের পালং-জাজিরার উন্নয়নের রুপকার, ক্লিন ইমেজের নেতা বিএম মোজাম্মেল হক নির্বাচনী এলাকায় আসায় আমরা অনেক আনন্দিত।

এই বিভাগের আরো খবর